বার্তা পরিবেশক:
কক্সবাজারের টেকনাফে আনোয়ার ইসলাম নামে এক ব্যক্তিকে জিম্মি করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠেছে। অভিযুক্তরা হলেন- টেকনাফ নতুন পল্লান পাড়ার মোহাম্মদুল হাসান ও ডেইলপাড়ার ইসমাইলসহ অজ্ঞান আরো কয়েকজন।
এবিষয়ে আনোয়ার ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকাল অনুমানিক সোয়া ৫ টারদিকে টেকনাফ স্টেশনে গেলে বিবাদীদের সাথে আনোয়ারের দেখা হয়। বিবাদীরা তার পূর্ব পরিচিত হওয়ার সুবাধে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাইলে সরল বিশ্বাসে বিবাদীরদের বাড়িতে যায় ভুক্তভোগী আনোয়ার। পরবর্তীতে উল্লেখিত বিবাদীসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন লোক আনোয়ারকে অন্য এক বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে জিম্মি করে রেখে ছয় লক্ষ টাকা দাবি করে। তাতে আনোয়ার অপারগতা জানাইলে তারা আনোয়ারকে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে তিন পাতার সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নেয় এবং তাদের শিখিয়ে দেওয়া ভাষ্যমতে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও রেকর্ড করে রাখে।
উক্ত ভিষয়ে ভবিষ্যতে কোথাও বিচার প্রার্থী হলে ভূক্তভোগী আনোয়ারকে সুযোগে পাইলে প্রাণে হত্যা করবে মর্মে হাঁকাবকা করে এবং গত ৫ অক্টোবর সন্ধ্যা অনুমান পৌঁনে ৭টারদিকে বিবাদীরা আনোয়ারকে টেকনাফ থানাধীন লেংগুর বিল রোডে নিয়ে এসে ছেড়ে দেয়। এরপরে কোনোমতে ভূক্তভোগী আনোয়ার নিজ বসত ঘরে ফিরে যায়। বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন ভূক্তভোগী আনোয়ার।