মুহাম্মদ শেখ রাসেল,টেকনাফ:
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় পুকুরে ডুবে ছেলে-মেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটেছে।
জানা যায়, শুক্রবার (২৭জুন) দুপুর ১টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির বড় লেচুয়াপ্রাং এলাকার জিয়াউর রহমানের পুত্র ফারুক (১০) এবং আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৭) ও অপর এক ভাইসহ পার্শ্ববর্তী পুকুরে যায়। হঠাৎ ফারুক ও জান্নাত আরা পুকুরে ডুবে গেলে সাথে থাকা ছোট ভাই বাড়িতে গিয়ে ওই দুইজন পানিতে ডুবে গেছে বলে জানালে বাড়ির লোকজন পুকুরে লাফ দিয়ে খুঁজতে থাকে। এক সময় ফারুক ও জান্নাত আরাকে ডুবন্ত ও মৃত অবস্থায় উদ্ধারের পর কান্নার রোল পড়ে যায়।
বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও উর্ধ্বতন মহলকে অবহিত করার পর সন্ধ্যারদিকে লেচুয়াপ্রাং কবর স্থানে নিহত শিশুদ্বয়কে দাফনের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেন।
এই হৃদয়বিদারক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।