টেকনাফ প্রতিনিধি :
উখিয়ায় দুই হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা । গ্রেফতার নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ।
শনিবার (১২ জুলাই) সকালে ইমামের ডেইল অস্থায়ী বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে গ্রেফতার নুর আহমদের স্বীকারোক্তিতে তার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের ও ইয়াবাসহ ধৃত আসামিকে থানায় জমাপূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।