ডেস্ক নিউজ:
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেয়া একটি সরকারের জন্য ফরজ কাজ। সারাদেশে যে ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে বিগত সরকার মামলা দিয়েছিলো তারাই ফসল উৎপাদন করে ধানের শীষকে জয়ী করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেছেন, লন্ডনে তারেক জিয়া ও ড. ইউনূসের মধ্যে বৈঠকের পর সারাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সকলকে দলীয় কোন্দল ভুলে গিয়ে এখন থেকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতেও অনুরোধ করেন।
শুক্রবার (২৭ জুন) দুপুরে দুপুরে নোয়াখালী চাটখিলের পরকোর্ট ইউনিয়নের বিএনপির কর্মী সমাবেশে খোকন এসব কথা বলেন।
পরকোর্ট ইউনিয়ন ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছের সভাপতিত্বে যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সভাপতি মো. সোহেল, সাবেক চেয়ারম্যান তোহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সহলে আহমেদের মায়ের কবর জিয়ারত করেন।