বার্তা পরিবেশক:
হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদের “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান” অদ্য (১৩ জুন ২০২৫) বিকেল ৩ ঘটিকায় মনিরঘোনা ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসা মিলনায়তনে ঐক্য পরিষদ সভাপতি মাওলানা মুহাম্মদ সাজেদ আল-হাবীব এর সভাপতিত্বে পরিষদের সম্মানিত সেক্রেটারী মাওলানা হাফেজ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার প্রবীণ আলেমেদ্বীন মনিরঘোনা ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল বারী সাহেব হাফি., বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতী উমর ফারুক সাহেব, মুহাদ্দিস, জামিয়া দারুস সুন্নাহ হ্নীলা ও উপদেষ্টা হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদ, আরো উপস্থিত ছিলেন মাদরাসা দারুল ইরফান মুহিউস সুন্নাহ (উনচিপ্রাং বড় মাদরাসা)র পরিচালক মাওলানা শামসুল আলম ও সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ তাহের নাঈম, লম্বাবিল মাদরাসার পরিচালক মাওলানা নুরুল আলম, মনিরঘোনা মাদরাসার মাওলানা মুহাম্মদ ইবরাহীম, শিক্ষা পরিচালক মাওলানা মুফতী মুহাম্মদ হারুন, উনচিপ্রাং ইসলামিয়া মুহিউস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা তাহের গাজী, খারাংখালী খাদেমুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা নুরুল হোসাইন হালিম, চাকমারকুল মা’হাদুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ আব্দুল খালেক, খারাংখালী তা’লীমুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা জালাল উদ্দিন, বিজিবি চেকপোস্ট জামিয়া ইসলামিয়া কারিমিয়ার পরিচালক মাওলানা মুহাম্মদ ইদ্রিস প্রমুখ।
অনুষ্ঠানে হোয়াইক্যং ইউনিয়ন অন্তর্গত কওমী মাদরাসা সমূহের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
তম্মধ্যে উল্লেখযোগ্য:
*পরিদর্শক টিম গঠন:*
হোয়াইক্যং ইউনিয়ন অন্তর্গত সকল কওমী মাদরাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভাগ ভিত্তিক পরিদর্শক টিম গঠন করা হয়।
*কিতাব বিভাগের পরিদর্শক:* মাওলানা হাফেজ আব্দুল্লাহ ও মাওলানা শামসুল আলম।
*হিফজ বিভাগের পরিদর্শক:*
হাফেজ মাওলানা রশিদ আহমদ ও হাফেজ মাওলানা আব্দুল খালেক।
*নূরানী বিভাগের পরিদর্শক:*
মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আব্দুস সালাম ও মাওলানা রুহুল আমীন।
আগামী ২৪ জুন ২০২৫ই রোজ-মঙ্গলবার হোয়াইক্যং ইউনিয়নের কওমী মাদরাসাসমূহ পরিদর্শনে বিশেষ টিমের শুভ সূচনা হবে, ইনশা আল্লাহ
এছাড়াও প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের জন্য “তারবিয়ত অনুষ্ঠান” ও সম্মানিত শিক্ষকবৃন্দ জন্য “ইসলাহী জোড়” এর আয়োজন করা হবে, ইনশা আল্লাহ।