রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. টপ টেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রধান খবর

উখিয়া উপজেলায় তিন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষ উদ্বোধন

প্রতিবেদক
azadikantho
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৫:৫০ পূর্বাহ্ণ

দেলোয়ার হোছাইন :

কক্সবাজারের উখিয়া উপজেলায় পরিচালিত জেপিএফ প্রকল্পের অধীনে প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মোহাম্মদ শফিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি, তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাতিমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি করে শ্রেণিকক্ষ নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মোহাম্মদ শফিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপরিউক্ত ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের একত্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ শফিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকতার হোসাইনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর অ্যাসাইনমেন্ট অফিসার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব এস এম জামাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের প্রধান রোমেনা আক্তার এবং উখিয়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের কক্সবাজার প্রজেক্ট লিড মো: আবুল কাশেম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেপিএফ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: আবদুল্লাহ-আল-মামুন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগরণী চক্র ফাউন্ডেশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেপিএফ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: আবদুল্লাহ-আল-মামুন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আমরা এই ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণে যথাসাধ্য চেষ্টা করেছি। আজ থেকে এই শ্রেণিকক্ষগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষের। তিনি সবার মঙ্গল কামনা করে এই নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন বলেন, সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সামনের দিকে এগিয়ে যাবে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এরকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাতা সংস্থা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের প্রধান রোমেনা আক্তার তাঁর বিশেষ অতিথির বক্তব্যে নারী ও পুরুষের সম-অধিকারের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীরা যদি সামনের দিকে অগ্রসর হতে না পারে, তাহলে সমাজ কখনো এগিয়ে যাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর অ্যাসাইনমেন্ট অফিসার এস এম জামাল আহমেদ। তিনি বলেন, অনগ্রসর এলাকাগুলোতে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি তেমনই একটি উদ্যোগ। আমরা সবাই এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। নবনির্মিত এই শ্রেণিকক্ষগুলো এই এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশনসহ প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর বক্তব্য শেষে একত্রে ৩টি বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ শফিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আকতার হোসাইন বলেন, আমার বিদ্যালয়টিতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থীরা বহুদিন ধরে অনেক প্রতিকূলতার মধ্যে তাদের পড়াশুনা চালিয়ে আসছিল। ৩টি শ্রেণিকক্ষ নির্মাণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেই কষ্টের অবসান হলো। সেজন্য তিনি তাঁর বিদ্যালয়ের সবার পক্ষ থেকে প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের কক্সবাজার প্রজেক্ট লিড মো: আবুল কাশেম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট জনাব আরিফা তাসনিম রিপা।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত