মুহাম্মদ শেখ রাসেল, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের অন্যতম এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাত সোয়া ৩টারদিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাত (২৬)। সে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার বাসিন্দা মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
বিজ্ঞপ্তিতে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউপির শীলখালী এলাকার মুরার বাসায় অভিযান চালিয়ে দেলোয়ার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। যার টেকনাফ থানার মামলা নং ৫৬ ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি বিভিন্ন অপহরণের সাথে সরাসরি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং অপহরণ চক্রের পেছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ তথ্যসহ লোমহর্ষক বর্ণনা দিয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতি,অপহরণসহ আরো ৪ টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার আসামিকে আইনি কার্যক্রম শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।