মুহাম্মদ শেখ রাসেল, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ সিএনজি জব্দ করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয় ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি এতথ্য নিশ্চিত করেন জানান,
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মগপাড়ার পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপরে দীর্ঘ ৩ ঘন্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য পুরান পাড়া, ৬নং ওয়ার্ড, এলাকার সালামত উল্লাহ পুত্র মোঃ শাকের (৪৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মাদক ব্যবসায়ী চক্রের আরো ২ জন কৌশলে পালিয়ে যায় ।
পরবর্তীতে গাড়ি এবং দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ১৩৬ বোতল বিদেশী মদ, ৫৭৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। জব্দকৃত সিএনজির রেজিঃ নম্বর কক্সবাজার-থ-১১-১৩৯১, যাহার মূল্য অনুমান ৩,০০,০০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে এবং মাদক কারবারী চক্রদের অপরাপর পলাতক সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি ।