বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. টপ টেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রধান খবর

টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
azadikantho
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে DFAT AHP IV এর অর্থায়নে অক্সফ্যাম বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত DFAT AHP Bangladesh Rohingya Response Phase IV Inclusive প্রকল্পের সুবিধাভোগীদের ০৬ দিনব্যাপী হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি ) দুপুর ০১ ঘটিকায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ এগ্রো লিমিটেড এর হল রুমে উক্ত ০৬ দিনব্যাপী ৪০ জন সুবিধাভোগীর হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুক্তি কক্সবাজার কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে DFAT AHP Bangladesh Rohingya Response Phase IV Inclusive প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফয়সাল বারী এর সঞ্চালনায় ২ নং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে হ্নীলা ইউনিয়নের নাফ এগ্রো লিমিটেড এর হল রুম প্রাঙ্গনে হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) টেকনাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার এর উপপ্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী ।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) টেকনাফ, কক্সবাজার বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ণ ও নারী নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ৪০ জন নারীদের হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছেন, যাহা নারীর ক্ষমতায়ণ ও নারী নেতৃত্ব বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করবে।
তিনি মুক্তি কক্সবাজার এর উর্ধবতন কর্মকর্তাদের অনুরোধ করেন যে, প্রশিক্ষণ পরবর্তী সময়ে প্রশিক্ষণ গ্রহনকারী সুবিধাভোগীগন যাতে তাদের কার্যক্রম চলমান রাখেন, সে জন্য প্রশিক্ষণ ও কাজের সাথে সম্পৃক্ত এমন উপকরণ প্রদান ও সুবিধাভোগীদের উৎপাদিত পন্য বাজারজাতকরণের জন্য বাজারের বিভিন্ন চ্যানেলের সাথে সংযোগ স্থাপন করা। যদি বাজারের বিভিন্ন চ্যানেলের সাথে সংযোগ স্থাপন করা যায় তাহলে আপনাদের কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তি কক্সবাজার এর উপ প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী বলেন , মুক্তি কক্সবাজার ১৯৯৬ খ্রিঃ থেকে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে আমরা ২৬ টি চলমান প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ (তিন) লক্ষ পরিবারকে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে যাচ্ছি। তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ০৬ দিনের হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, এ প্রশিক্ষণে লব্ধজ্ঞান কাজে লাগিয়ে পরিবারে বাড়তি আয় করতে পারবেন। আর এই বাড়তি আয়ের কারণে পরিবার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনার সম্মান, মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব প্রদান করা হবে। আর এই গুরুত্ব প্রদানই হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ণ।

তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে আরো বলেন যে, আপনাদের সন্তানকে স্কুলে পাঠাবেন এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। একজন মা-ই পারেন তার সন্তানকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে। তিনি আরো বলেন যে, মুক্তি ককসবাজার এই প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের সর্ব্বোচ্চ সহায়তা প্রদানে বদ্ধ পরিকর।
সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও ২ নং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাশেদ মাহমুদ আলী মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের কর্মকর্তা ও মুক্তি ককসবাজার এর উর্ধবতন কর্মকর্তাদের অনুরোধ করেন যে, ০৬ দিনব্যাপী যে ৪০ জন সুবিধাভোগী হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহন করেছেন, তারা যাতে প্রশিক্ষণ পরবর্তী সময়ে তাদের কার্যক্রম চলমান রাখার জন্য হ্নীলা ইউনিয়নের সুবিধাজনক স্থানে একটি উৎপাদন ঘর তৈরি করে তার কার্যক্রম চলমান রাখলে আজকের এ ৬ দিনব্যাপী হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফল হবে এবং প্রশিক্ষণগ্রহনকারী উপকারভোগীগন পরিবারের জন্য বাড়তি আয় করতে পারবেন। তিনি আরো বলেন , এই প্রকল্পের অধীনে হ্নীলা ইউনিয়নে উপকারভোগী নির্বাচন খুবই স্বচ্ছতার সাথে মুক্তি কক্সবাজার সম্পন্ন করেছেন। মুক্তি ককসবাজার ও অক্সফাম বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরণের প্রকল্প আরো বাস্তবায়নের জন্য আহবান জানান।
সমাপনী অনুষ্ঠানের পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের হাতে তৈরী হস্তশিল্প ও ব্লক বুটিকের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সুবিধাভোগীদের ০৬ দিনব্যাপী হস্তশিল্প ও ব্লক বুটিকের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন মুক্তি কক্সবাজার এর জেন্ডার বেইজড ভায়োলেন্স ইন ইমার্জেন্সি প্রকল্পের ফ্যাশন ডিজাইনার সুকেশী চাকমা ও তার টিম।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত DFAT AHP Bangladesh Rohingya Response Phase IV Inclusive প্রকল্পের কর্মকর্তাগন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন থেকে কৃতিত্বের পুরস্কার নিচ্ছেন উনচিপ্রাংয়ের বাবাহারা তিশা!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লাঙ্গলে ভোট চাইলেন-এমপি হাফিজ উদ্দীন

টেকনাফে বিপুল মাদকসহ সিএনজি জব্দ, আটক -১

টেকনাফে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১৫ এর সদস্যরা

টেকনাফে আগুনে ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারে বিএনপির অর্থ সহায়তা প্রদান

অবসরের তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা

মিয়ানমারের সেনা ক্যাম্পে রাইফেল চালানোর প্রশিক্ষণ নেয়া দুই রোহিঙ্গা বুলেটসহ টেকনাফে আটক!

হ্নীলা দক্ষিণের ৫নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন, সভাপতি কালু সম্পাদক কবির

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফের হ্নীলায় ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ সম্পন্ন