রবিবার , ১১ মে ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. টপ টেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রধান খবর

টেকনাফে সার্ভার জটিলতায় ৩০ কেজি চালের আবেদনে ভোগান্তি, সময় বাড়ানোর দাবি হতদরিদ্রদের

প্রতিবেদক
azadikantho
মে ১১, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

সার্ভার জটিলতায় টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারিভাবে দেওয়া বিনামূল্যে ৩০ কেজি চালের (ভিডব্লিউবি) আবেদন করা যাচ্ছে না । এতে চরম ভোগান্তিতে পড়েছে ভোক্তভোগী হতদরিদ্র নারীরা। সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ মে ভিডব্লিউবি আবেদনের দিন শেষ হলেও সার্ভার জটিলতার কারণে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র নারীরা এখনো আবেদন করতে পারেননি। ফলে সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের আবেদন প্রত্যাশীরা দুচিন্তায় পড়েছে।
যদি সার্ভার আবেদন গ্রহণ না করে তাহলে কীভাবে আমাদের মতো হতদরিদ্র নারীরা সরকারের এ সুফল পাবো? এমনি প্রশ্ন ভুক্তভোগীদের। ভুক্তভোগীরা জানান, সকাল থেকে সারারাত কম্পিউটারের দোকানে বসে থাকলেও আবেদন করতে পারছেন না। সার্ভার সচল করে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ।

স্থানীয়রা জানায়, সারা দেশের অসচ্ছল নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেবেন সরকার। ভলনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেওয়া হবে।
সম্প্রতি এ-সংক্রাক্ত পরিপত্র জারি করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, ভলনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য একটি ওয়েব পোর্টাল ও অ্যাপ করা হয়েছে। এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর আওতায় দেশের দরিদ্র নারীদের দুই বছর মেয়াদে, প্রতি মাসে খাদ্যসহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আর আবেদনের সময় দেওয়া হয়েছে ১২ মে পর্যন্ত। কিন্তু সার্ভার জটিলতায় টেকনাফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্ধ রয়েছে সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের (ভিডব্লিউবি) আবেদনের কার্যক্রম।

 নারীরা সকাল থেকে সারারাত পর্যন্ত কম্পিউটারের দোকানে বসে থাকলেও আবেদন করতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভূক্তভোগী নারীরা। সার্ভার সচল ও আবেদনের সময় বাড়ানো না হলে যেভাবে সার্ভার সমস্যা হচ্ছে এতে হাজার হাজার হতদরিদ্র নারী সরকারের বিনামূল্যে ৩০ কেজি চাল পাওয়া থেকে বঞ্চিত হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজ।

হ্নীলার বাসিন্দা আজিজা বেগম জানান, গত ৩দিন আগে হ্নীলা স্টেশনের কম্পিউটারের দোকানে আমার আইডি কার্ড এবং মোবাইল রেখে এসেছি। কিন্তু সার্ভারে সমস্যা থাকার কারণে এখনো আবেদন করতে পারিনি।
হোয়াইক্যংয়ের ছেনুআরা জানান, আমি ৪দিন আগে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে রাত ৪টার দিকে সার্ভার সচল হলে আমার আইডি কার্ড দিয়ে আবেদন করি। ঠিক মত আবেদন হলেও কিন্তু সার্ভার সমস্যার কারণে এখনো তা প্রিন্ট কপি বের করতে পারিনি। তিনি আরো জানান, আমার মতো আরো অনেক নারী এভাবে চরম ভোগান্তিতে পড়েছে।

হ্নীলা সৃজন কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উল্লাহ জানান, আবেদন শুরু হওয়ার পর থেকে সার্ভার জটিলতার কারণে আমি একশত জনের মধ্যে ৩জনকে আবেদন করে দিতে পেরেছি। আমার মতো প্রতিটি কম্পিউটারের দোকানের অবস্থা একই। সরকারি সার্ভারে যদি এই অবস্থা হয় তাহলে ডিজিটার বাংলাদেশ বিনির্মান যেন স্বপ্নেই থেকে গেল। তিনি সার্ভার সচল করে সময় বাড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ।

কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী জানান, সার্ভার সমস্যার কথা আমরা টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। যেভাবে সার্ভার সমস্যা দেখা দিচ্ছে এতে ৩০% লোকও আবেদন করতে পারবে না। এতে হাজার হাজার হতদরিদ্র নারী সরকারের বিনামূল্যে ৩০ কেজি চাল পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই সার্ভার সচল করে আবেদনের সময় বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, সারাদেশে একই অবস্থা, তবে সময় বাড়ানোর কথা জানিয়েছি,আশাকরি সময় বাড়াবে। তবে সময় বাড়ানোর কথা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে সমর্থন না করেই মরহুম মৌলভী ফেরদৌস পরিবারের বিবৃতি

টেকনাফে প্রতিপক্ষের ইটের আঘাতে এক বৃদ্ধ নিহত

টেকনাফে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী

উপজেলা প্রেসক্লাব উ‌খিয়ার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনাস্থা; আহবায়ক কমিটি গঠন

টেকনাফে যৌথ অভিযানে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার,কারবারী আটক

টেকনাফ মডেল থানায় পুলিশি কার্যক্রম শুরু

সেন্টমার্টিনে অবৈধ ৩০ স্থাপনা উচ্ছেদ করে গাছের চারা রোপন

ধর্ম উপদেষ্টার সাথে হ্নীলা ‘উম্মে সালমা’ মাদরাসা কমিটির সৌজন্য সাক্ষাৎ ও বার্ষিক সভার দাওয়াত প্রদান

উখিয়া উপজেলায় তিন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষ উদ্বোধন

হ্নীলায় দারুল হিজরাহ ইনস্টিটিউট-এ মাতৃভাষা দিবস পালিত