টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ । আটক যুবক উপজেলার হোয়াইক্যং ইউপির কানজর পাড়া এলাকার বাসিন্দা মীর কাশেমের ছেলে শাহ জাহান প্রকাশ লালু (২৪) ।
রবিবার (২৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহাদাত সিরাজী। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর ব্রিজ সংলগ্ন মসজিদের পূর্বপাশে মহাসড়কে পুলিশ অভিযান চালিয়ে শাহ জাহানকে আটক করে। পরে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।