মুহাম্মদ ফারুক,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ।
রবিবার (১৩ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। তারা সকলেই মিয়ানমারের নাগরিক বলে জানা যায়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফে জোড় টাওয়ার সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।