মুহাম্মদ শেখ রাসেল, টেকনাফ :
টেকনাফের সুপরিচিত মহিলা মাদরাসা হ্নীলা উম্মে সালমা ইসলামিয়া’র পরিচালনা কমিটির সদস্যরা ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ অক্টোবর ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কক্সবাজার সফরকালে সার্কিট হাউজে এ সাক্ষাৎ করেন।
এসময় মাদরাসার পরিচালনা কমিটির সদস্যরা ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনকে আগামী ২০২৫ সালের ২৮ জানুয়ারি ( শনিবার) হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। এরপর ধর্ম উপদেষ্টা মাদরাসার দাওয়াত গ্রহণ করেন ( দিন-তারিখ নিজের ডায়েরিতে লিখে রাখেন) এবং ঠিক সময়ে বার্ষিক সভায় উপস্থিত থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উম্মে সালমা মহিলা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক মন্জুর, মাওলানা আলী আহমদ, মাওলানা দিলদার আহমদ, মাওলানা শাহ্ জাহান, হাজী মোহাম্মদ ইসমাইল,মাওলানা জসিম উদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি মাওলানা কবির আহমদ।