হাফেজ আহমদ :
সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য নাম তানভীর হোসাইন নাঈম। দেশের বাড়ি খুলনা বাগেরহাটের মোরেলগঞ্জ থানায়। ছোট বেলা থেকে চট্রগ্রামে বেড়ে ওঠা তাঁর। এর মাঝে ইন্টারনেট প্রযুক্তিতে তাঁর ছিলো অসীম আগ্রহ।সেই আগ্রহ থেকে তিনি ইন্টারনেট ব্যবহার নিয়ে ছিলেন সচেতন।
তানভীরের সাইবার যাএা শুরু হয় এক নাটকীয়তার মাধ্যমে। ২০১৫ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করেন সে।
এ তানভীর দেশের হয়ে কাজ করার চিন্তা করে,একজন সোস্যালিস্ট হিসাবে অনলাইন প্লাটফর্ম থেকে মানুষদের সাহায্য করতে তিনি উদ্যোগ নেন।
এরপর বিভিন্ন গ্রুপে জয়েন হোন
সর্বপ্রথম Warning gang social & cyber safety Bangladesh ™ থেকে তার যাত্রা শুরু। সেখানে কাজ টুকিটাকি বিষয় নিয়ে কাজ করেন। এরপর নিজেকে দক্ষ করে তোলেন। তারপর তার নিজের নিকটে টিম চালু করে ২০১৭ সালে Copyright Gang ™ অনলাইনে এসে সাধারণ মানুষদের সেবা দেওয়া চালু করেন।
সেই কাজের বিনিময়ে সে তাঁর সামর্থ্য অনুযায়ী গরিব মানুষকে কিছু খাওয়াতে হবে এইরকম কিছু সর্তসাপেক্ষে , সেই দেশের মাঠিতে বসে দেশের হয়ে কাজ করে যাচ্ছিলেন ২০১৭ সাল থেকে দেশের অধিকাংশ মানুষ সাইবার সম্পর্কে জ্ঞান নিয়ে তানভির এই বিষয় সচেতনভাবে বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
দেশের বিভিন্ন সেলিব্রিটি রাজনৈতিক ব্যক্তি তাদের সাইবার নিরাপত্তার জন্য তানভির সরনাপ্ন হন।
এইভাবে হয়ে উঠেছেন সাইবার নিরাপত্তা এক আস্তার নাম।
তানভিরের ইচ্ছে আছে একদিন নিজের দেশের
জন্য অনলাইন প্ল্যাটফর্ম করবেন।