মুহাম্মদ শেখ রাসেল,টেকনাফ :
জেলা পরিষদের শুন্য হওয়া আসনে টেকনাফ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উখিয়া টেকনাফ এর সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ। এ পদে থাকা দুই প্রার্থী তাদের প্রার্থিতা আগে থেকেই প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন।
প্রার্থিতা প্রত্যাহারকারী দুইজন হলেন, মোহাম্মদ আলম বাহাদুর ও মাওলানা রফিক উদ্দিন । তারা দুইজন গত ৭ই জুলাই রবিবার টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন৷
যার ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা পরিষদের টেকনাফে সাধারণ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র মাহবুব মোর্শেদ৷
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রত্যাহার শেষে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় মাহবুব মোর্শেদ জানান, নীতি আদর্শ ও মেধা মননশীলতাকে কাজে লাগিয়ে বাবার মতো মানুষের জন্যে কাজ করবো,ইনশাআল্লাহ।