আবু জাফর, রানীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল প্রেসক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০জন। সভাপতি ২জন এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ১২ অক্টোবর সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়,দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও শতভাগ ভোট গ্রহণ শেষে সকলের অনুমতি সাপেক্ষে দুপুর ১২টায় ভোট গণনা করা হয় ।এতে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পী ৬ ভোট পেয়ে বিজয়ী হন,প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ দৈনিক বায়ান্নর আলো প্রতিনিধি ৪ ভোট পেয়ে পরাজিত, এবং সাধারণ সম্পাদক পদে কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির ৭ভোট পেয়ে বিজয়ী হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম দৈনিক দাবানল প্রতিনিধি ৩ ভোট পেয়ে পরাজিত হন।নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসবা অফিসার আব্দুর রহিম। সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।