মুহাম্মদ শেখ রাসেল, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন কৃষক দলের বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক এড. আব্দুল্লাহ বলেছেন,দেশ থেকে সৈরা শাসকের প্রেতাত্মাদের উৎখাত করতে হবে, তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে।বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) দুপুরে হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হ্নীলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
হ্নীলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোরাদ হোসেন জিয়ার সভাপতিত্বে ও হ্নীলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিক শাংগুলুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরো বলেন,
দেশ থেকে সৈরা শাসক ও তার এমপি মন্ত্রীরা পলায়ন করলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশের প্রতিটি পরতে পরতে ঘাপটি মেরে বসে আছে, তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করছে। তাদের চিহ্নিত করে স্ব-মূলে উৎখাত করতে হবে। তা না হলে এদেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।এই অসম্ভব কে সম্ভব করতে হলে বর্তমান অন্তর্বতীকালীন সরকার কে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।তাদের সহযোগিতার মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান কে দেশে ফেরত এনে এদেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হাসান আহমদ কমিশনার, টেকনাফ উপজেলা কৃষক দলের আহবায়ক নুরুননবী, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন ভুলু,বিএনপি নেতা শাব্বির আহমদ, হ্নীলা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আব্দুর রহিম,বাহার ছড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবুল কালাম,সদস্য সচিব আবছার, স্বাগত বক্তব্য রাখেন রিপন রাজ রিপন, হোয়ইক্যং ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জহির আহমদ,হ্নীলা ইউনিয়ন কৃষদলের যুগ্ন আহবায়ক মোঃ সাগর,আব্দুর রহমান জন,মোঃ আজাদ, তাঁতীদলের সভাপতি শফি আলম,৩ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ রফিক, ২ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি জালাল আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিএনপি নেতা আব্দুল্লাহর নেতৃত্বে নেতা কর্মীরা হ্নীলা পুরাতন বাজারের কালি মন্দিরের পুঁজা মন্ডপ পরিদর্শন করেছেন।