বার্তা পরিবেশক :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া দারুল হিজরাহ ইনস্টিটিউট এর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বুধবার ( ২১ফেব্রুয়ারি) মাদ্রাসা পরিচালক মাওলানা আবদুল খালেক নিজামীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আহমদ হোসাইন সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শফি, জয়েন্ট সেক্রেটারি জিয়াউর রহমান নয়ন,সদস্য মুহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষক মাওলানা জাহেদ হোসাইন, মাষ্টার ইলিয়াস বুলবুল, হাঃ আবদুর রহিম ও হাঃ রিদোয়ান আহমদ প্রমূখ।
মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী হলেন-আবছার উদ্দিন -হেফজ বিভাগ,রেশমা আক্তার -৩য়শ্রেণি ও মুহাম্মদ রাহাত -৩য় শ্রেণি।
ইসলামী সংগীতে বিজয় লাভ করেন -ওমর সিদ্দিক -,হেফজ বিভাগ, তাসনীম তামান্না -২য় শ্রেণি,মুহাম্মদ ইউনুস – হেফজ বিভাগ।
কবিতা আবৃত্তিতে বিজয় লাভ করেন -উম্মে নুর আইমান-২য় শ্রেণি৷। ছাত্র দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ী হলেন -মুহাম্মদ হুবাইব-৩য় শ্রেণি,নুরুল মোস্তফা হেফজ বিভাগ, মুহাম্মদ আরাফাত -হেফজ বিভাগ।
ছাত্রীদের মধ্যে বিজয়ী হন-আফিফা -৩য় শ্রেণি,আসমা আক্তার ২য় শ্রেণি,তাসফিয়া আক্তার -৩য় শ্রেণি।
চেয়ার প্রতিযোগিতা অংশগ্রহণে বিজয়ী হন-নুরুল মোস্তফা,হেফজ বিভাগ, নুরুল মোস্তফা,হেফজ বিভাগ,ওমর সিদ্দীক – হেফজ বিভাগ,মুহাম্মদ ওমায়ের- হেফজ বিভাগ,সামিহ-১ম শ্রেণি,রেশমা আক্তার,৩য় শ্রেণি,মিমহা মণি-২য় শ্রেণি,নিহা মণি-১ম শ্রেণি।