বার্তা পরিবেশক:
টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় পূর্বপরিকল্পিতভাবে লক্ষাধিক টাকার পুকুরের মাছ চুরি এবং দেড়শতাধিক চারাগাছ কেটে সাবাড় করে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ ওঠেছে কালাইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এবিষয়ে অভিযুক্ত কালাইয়াকে এক নাম্বর আসামি করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী মুফিদুল আলম।
অভিযুক্ত কালাইয়া প্রকাশ কাল্লুইস্যা হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত সালেহ আহমদের ছেলে।
গেল রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,অভিযুক্ত কালাইয়া ভূক্তভোগী মুফিদুল আলমের জমি থেকে প্রায় সময় চুরি করে ঘাস কেটে নিয়ে যেতো। এবিষয়ে স্থানীয়ভাবে শালিস বসিয়ে বিচারক তাকে এমন কর্মকান্ড না করার জন্য নিষেধ করেছে। তবে অভিযুক্ত কালাইয়া সন্ত্রাসীপ্রকৃতির লোক হওয়ায় কোনোধরণের আইনি তোয়াক্কা না করেই ফের পুকুরের মাছ চুরি ও ছোট ছোট চারাগাছ কেটে সাবাড় করে ভূক্তভোগী পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ সূত্রে জানাগেছে। অভিযুক্ত কালুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ার জন্য ভূক্তভোগী মুফিদুল আলমের পরিবারকে হুমকিও দেয় এবং ভূক্তভোগী পরিবার খুবই আতঙ্কে রয়েছে বলে জানায়।
বিশেষ করে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের প্ররোচনায় কালাইয়া অতিরিক্ত বেপরোয়া হয়ে এমন সন্ত্রাসী কর্মকান্ড করছে বলেও জানান ভূক্তভোগী পরিবার।
এবিষয়ে ভূক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করে অভিযুক্ত কালাইয়ার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।