হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
উখিয়া উপজেলার ছেপটখালী কা’ব বিন মালেক (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসায় একসাথেই পাগড়ী পেলেন ১৩ ক্ষুদে হাফেজ। শুক্রবার ৮ ডিসেম্বর বাদে জুমা আনুষ্টানিকভাবে পবিত্র কুরআন শরীফ হেফজ সমাপ্তকারী ১৩ জন ক্ষুদে হাফেজদের মাথায় পাগড়ী পরিয়ে দেয়া হয়। এলাকার সর্বসাধারণ, হাফেজগণের অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ওলামাদের সর্ববৃহৎ ও প্রাচীনতম অরাজনৈতিক সংগঠন টেকনাফ ওলামা পরিষদের সেক্রেটারী জেনারেল ও হ্নীলা জামিয়া দারুস সুন্নাহর মহাপরিচালক মাও. আফছার উদ্দিন চৌধুরী। লেদা ইবনে আব্বাস (রা.) আল-ইসলামিয়ার ছদরে মুহতমিম মাও. আবুল কালাম আজাদ, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাও. আজিজ উদ্দিন, চট্রগ্রাম বোয়ালখালী মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতী নুর হাকিম, জনপ্রিয় বক্তা মাও. তাইফুর হোছাইন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ক্ষুদে হাফেজগণ হলেন ছেপটখালীর মাও. রফিকুল ইসলাম ও মাহফুজা বেগমের পুত্র হাফেজ শহীদুল ইসলাম, হোয়াইক্যংয়ের মাও. ছৈয়দ আহমদ ও দিলআরা বেগমের পুত্র হাফেজ তানভিরুল ইসলাম, ইমামেরডেইলের শফিউল আলম ও রুবী আক্তারের পুত্র হাফেজ মো. ইমরান, মনখালীর শামসুদ্দিন আহমদ ও আরেফা বেগমের পুত্র তৌহিদুল ইসলাম, শামলাপুরের আবুল ফয়েজ ও এলমবাহারের পুত্র হাফেজ মো. জয়নাল, আবুল কালাম ও ফাতেমা খাতুনের পুত্র আবুল ফারেছ, উখিয়া হাজীপাড়ার নুরুল আলম ও ছেমন খাতুনের পুত্র হাফেজ আবদুস শুকুর, মাদারবনিয়ার ফরিদুল আলম ও মৃত ফাতেমা খাতুনের পুত্র হাফেজ রহিমুল্লাহ, ছেপটখালীর ফরিদুল আলম ও শাকেরা বেগমের পুত্র হাফেজ আরাফাত, মনখালীর হাফেজ হারুন ও ফাতেমা বেগমের পুত্র হাফেজ আহমদ, ছেপটখালীর মাও. আবুল কালাম ও সুফিযা বেগমের পুত্র হাফেজ ওবাইদুর রহমান, মরিচ্যার হাফেজ মাও. নুরুল আমিন ও রৌশন আক্তারের পুত্র হাফেজ হামেদ, বাইলাখালীর মো. আলম ও খুর্শিদা বেগমের পুত্র হাফেজ মো. হোসাইন। মাদ্রাসার মুহতমিম মাও. রফিকুল ইসলাম অনুষ্টান পরিচালনা করেন।
তিনি জানান, মাদ্রাসার হেফজ বিভাগে ৪ জন হাফেজ শিক্ষক কর্মরত রয়েছেন। এরা হলেন হ্নীলার হাফেজ মো. ইসমাইল, ইনানীর হাফেজ খায়রুল আমিন, বড়ডেইলের হাফেজ ইসমাইল, পালংখালীর হাফেজ জুবাইর। একই অনুষ্টানে নুরানীর বোর্ড পরিক্ষায় ‘এ+’ প্রাপ্ত ২০ জন ছাত্র-ছাত্রী এবং মাদ্রাসার বিভিন্ন শ্রেনীতে শ্রেষ্ট ২৪ জন শিক্ষার্থীদের পুরস্কার, বোর্ড পরিক্ষায় সারা দেশের মধ্যে মেধা তালিকাভুক্ত ২ জন শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়।