টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টারদিকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই মাসুম ফরহাদ সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং ও পশ্চিম সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামিরা হলো- হ্নীলা ইউপির ৬ নং ওয়ার্ডের লেচুয়াপ্রাংয়ের বাসিন্দা আবদুল জব্বারের ছেলে মাদক মামলায় (জিআর ৮৬৪/২০) সাজাপ্রাপ্ত আসামি নুরুল হোছন ও একই ইউপির পশ্চিম সিকদার পাড়াস্থ মোরা পাড়ার বাসিন্দা মুহাম্মদ আলীর ছেলে সিআর (১৯৩/২০) মামলায় সাজাপ্রাপ্ত ইসহাক। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।