রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. টপ টেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রধান খবর

চেক জালিয়াতি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সেনামের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

প্রতিবেদক
azadikantho
জুলাই ৬, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

মুসলিম উদ্দিন, উখিয়া :

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও প্রতারক হিসেবে পরিচিত এনামুল হক সেনামের বিরুদ্ধে চেক জালিয়াতি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।

শনিবার (৬ জুলাই) বিকেলে দক্ষিণ মরিচ্যা বাজার চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এনামুল হক সেনাম দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সম্প্রতি গ্রেফতার হওয়া কক্সবাজারের আলোচিত ডাকাত শাহীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তাকে চিহ্নিত করেন তারা। এছাড়া তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা, নারী কেলেঙ্কারি, অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী মো. আলমগীর সাংবাদিকদের জানান, সেনামের সঙ্গে যৌথভাবে চাল-ডাল ব্যবসা করার সময় তার কাছে এক লক্ষ টাকা দেন এবং তার বিপরীতে একটি চেক জামানত হিসেবে গ্রহণ করেন। ব্যবসায় লোকসানের কারণে পুরো টাকা পরিশোধ করতে না পারলেও ধাপে ধাপে ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন তিনি। বাকি ২০ হাজার টাকা পরিশোধের চেষ্টা করলে সেনাম সেই চেকের অঙ্ক জাল করে ২০ লাখ টাকা দাবি করেন।

ভয়ঙ্কর এই প্রতারণার বর্ণনা দিয়ে আলমগীর বলেন, “গত ৪ জুলাই রাতে আমি ২০ হাজার টাকা নিয়ে টাকা পরিশোধ করতে গেলে সেনাম ও তার সহযোগীরা আমাকে মারধর করে। অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং আমার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরপর আমাকে ঘরের ভেতরে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি প্রাণে রক্ষা পাই।”

তিনি আরও জানান, সেনাম ইচ্ছাকৃতভাবে প্রতারণার মাধ্যমে চেকের অঙ্ক পরিবর্তন করে এখন তাকে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন। এ ঘটনায় তিনি উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এনামুল হক সেনামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে তার মাদক ও প্রতারণার ফাঁদে আরও নিরীহ মানুষ ক্ষতির শিকার হবে।

স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি, যেন এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয়।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বেলাল চৌকিদারের বিরুদ্ধে দৈনিক দৈনন্দিন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

টেকনাফ মডেল থানায় পুলিশি কার্যক্রম শুরু

হ্নীলায় কৃষকদলের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফে ইউএনডিপি’র উদ্যোগে বিনামূল্যে আইন সহায়তা,জেন্ডার বৈষম্যসহ নানা বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকনাফে বিপুল মাদকসহ সিএনজি জব্দ, আটক -১

উপজেলা প্রেসক্লাব উ‌খিয়ার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনাস্থা; আহবায়ক কমিটি গঠন

টেকনাফে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী

হোয়াইক্যংয়ে যুবলীগের ইফতার মাহফিল সম্পন্ন

টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার জব্দ

বিজয় দিবস উপলক্ষ্যে “টেকনাফ সাংবাদিক ফোরামের ব্যাপক প্রস্তুতি