টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজরের টেকনাফে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবির সদস্যরা। শুক্রবার (১১ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের অধিনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় উক্ত ত্রাণ বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায় লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,সাম্প্রতি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অতিবৃষ্টি ও সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন,উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মাসুদ রানাসহ অন্যান্য সদস্যরা।