নিজস্ব প্রতিবেদক:
দলিল জালিয়াতির অভিযোগে টেকনাফের দলিল লেখক হোছাইন আহমদ কে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি হ্নীলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বর্তমান মেম্বার। রবিবার (২৭ অক্টোবর ২৪) আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেন মামলার বাদী মাহমুদা নুরী।
তিনি বলেন, এক মিডিয়ার মাধ্যমে আমি জমি কিনেছি কিন্তু তারা আমার সাথে প্রতারণা করেছে। সেই জমির দলিল লেখক ছিল মেম্বার হোছাইন আহমদ। আমি তাকে আসামি না করলেও জালিয়াতির কারণে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে। যার সি আর নং-৪৩/২০২২।
এদিকে দলিল জালিয়াতি, রোহিঙ্গাদের ভোটার,অবৈধ ব্যবসাসহ নানা কর্মকান্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে হোছাইন আহমদ মেম্বারের বিরুদ্ধে। তিনি হ্নীলা ইউনিয়নে ৪ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য নির্হবাচিত হওয়ার পর থেকে দীর্ঘ বছরধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব কাটিয়ে কোটি কোটি কাটার অবৈধ সম্পদ গড়েছে বলে অভিযোগ রয়েছে।